Monday 19 March 2018

কম খরচে এক দিনের রাঙ্গামাটি আর কাপ্তাই ভ্রমন

ঢাকা থেকে ১৫০০/১৬০০ আর চট্রগ্রাম থেকে ৫০০ টাকা !!
(আমি ১৫০০/১৬০০ টাকা দিয়ে এসেছি একটু কষ্ট হবে কিন্তু কম টাকাই আর কি করা !!) 
আমার প্লেন যেহেতু আমি এভাবেই গিয়েছি !!
সন্ধ্যা ৭ঃ৩০ মিনিটে গাবতলি থেকে হানিফ দিয়ে রাঙ্গামাটির বাসে , ভাড়া ৬২০ টাকা।খুব ভোরে চলে আসবেন।এসেই চলে যাবেন রাজবন বিহার দেখতে।নৌকা দিয়ে পারাপার জনপ্রতি ৫ টাকা।সিএনজি দিয়ে জনপ্রতি ১৫/২০ টাকা করে নিবে।তারপর ঝুলন্ত ব্রিজ চলে যান সিএনজি দিয়ে জনপ্রতি এখানেও ১৫/২০ টাকা করে নিবে। তবে ব্রিজে প্রবেশ ফি ২০ টাকা দিয়েই ব্রিজে উঠতে হবে।তার পর ১০ টাকা সিএনজি ভাড়া দিয়ে চলে যান ডিসি বাংলো।
এবার পেটে কিছু দেয়ার পালা !! ( টাকা থাকলে আর ৪/৫ জন হন ৪০০/৫০০ টাকা নৌকা দিয়ে শুভলং যেতে পারেন )

তারপর চলে যান ২০ দিয়ে চলে যান বিহারিপল্লি থেকে চলে যান । সেখান থেকে ৮০ টাকা জনপ্রতি বা ৪০০ টা রিজাব করে যাবেন কাপ্তাই।রাস্তাটা অসম্ভব সুন্দর !! আপনি সিএনজি নিলে রাস্তার মাঝে কিছুক্ষন থামতে পারেন।কাপ্তাই ন্যাশনাল পার্ক এ নেমে যেতে পারেন এটা ঘন্টা খানেক দেখে ২০ টাকা সিএনজি ভাড়া দিয়ে কাপ্তাই শহরে যেতে পারেন !!শহরে গিয়ে কর্ণফুলী নদীর পারে মসজিদের সামনেই দেখবেন পানি উন্নয়ন বোর্ড এর হোটেল দেখতে খুব ভাল না হলেই ৭০/৮০ টাকা দিয়ে ভালভাবেই খাবার খেতে পারেন। তারপর অনুমুতির জন্য চলে যান কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রে।অনুমুতি পেলে ঘুরে আসুন তবে ছবি তুলবেন না।তবে বাসের টিকিট টা কেটে নিয়ে ঢাকা অব্দি ৬২০ টাকা করে নিবে।
এবার ৭ঃ৩০ এর বাস দিয়ে ঢাকায় !!
খরচ ঃ (জনপ্রতি )
বাস ৬২০+৬২০ =১২৪০
সিএনজি ১২০/১৫০ টাকা
খাবার ৩০+৭০=১০০ টাকা
প্রবেশ ফি সব মিলিয়ে ৫০ টাকা
সব মিলিয়ে ১৫৪০ টাকা
চট্রগ্রাম থেকে গেলে বাস ভাড়া হবে ১০০ করে।
মানে ৫০০ টাকার ভিতর !
তবে ৪/৫ জন মিলে গেলে সুবিদা হবে।
বিস্তারিত কিছুই বলার নাই।যা জানার ছিল তার সব লিখার ট্রাই করেছি !

1 comment:

  1. দুই তিনদিন থাকতে চাইলে কম মূল্যে হোটেল পাওয়া যাবে কি? এ রকম জানাথাকলে হোটেলের নাম ও মোবাইল নাম্বার দিন।

    ReplyDelete