Friday 25 August 2017

বান্দবানের নাফাখুম অমিয়াখুম ভেলাখুম সাতভাইখুম

নাফাখুম-অমিয়াখুম-ভেলাখুম-সাতভাইখুম
গ্রুপে এত্ত পোস্ট দেখে ১২ জন মিলে পাগলামির ঝোকে রওনাই দিয়ে দিলাম বান্দবানের উদ্দেশে , বেঁচে ফিরতে পেরেই এখন ভাল লাগছে।
যাই হোক ট্যুরের ডিটেইলস বর্ণনা নিচে দেয়া হলঃ
২৪ তারিখ ঈগল এর রাত ১০-১৫ এর বাসে রওনা হলাম বান্দরবানের উদ্দেশে। টিকেট ৬২০ করে।
আমি সাজেস্ট করব কাউকে ঈগলে এ না যেতে সিটের অবস্থা ও খারাপ, গাড়ি টানেও না ভাল মত। আমাদের বলছেলি ৬ টায় পৌঁছাবে বলে পোউচ্ছে ৯-৩০ এ। তাও আমাদের টিকেটই আবার তারা অন্য লোকের কাছে বিক্রি করে দিয়েছিল। আমরা ১২জন ছিলাম হইচই করে একটা গতি করতে পেরেছি। সার্ভিস খুব ই খারাপ। নন এসি সব বাস এর টিকেট মূল্যই ৬২০ করে।
পোউছে "তাজিওডং" রেস্টুরেন্টে প্রাতঃরাশ সারলাম। খরচ চা- খিচুরি ১৭০ এর মত পড়ল মাথা পিছু। পরিমান অল্প হয়ে গিয়েছিল, তবে আমাদেরই বোকামি হয়েছে খিচুরি নেয়া খিদা পেটে নিয়ে।
যাই হোক, এবার থাঞ্চি যাওয়ার পালা, চাদের গাড়ি নরমালি যেইখানে ছাড়ে সেইখানে পোউছে দেখি ৩-৪ টা মাত্র আছে বাকি সবই চলে গেছে। আর তারাও নবাবজাদার মত ১০,০০০ করে চাচ্ছে। ( আসলে সঠিক দামে গাড়ি পেতে হলে ৮টার মধ্যেই চাদের গাড়ি ঠিক করে ফেলা ভাল) ।

আমরা সিদ্ধান্ত নিলাম বাস-এ যাব। বাস কাউন্টারে যেয়ে দেখি বাস ১১টার টা আর ১টার টা দুইটারই সিট ফিল আপ, ছাদে যেতে হবে। পথে পড়ল একটা ট্রাক, সে আমাদের বলিপাড়া পর্যন্ত আগায় দিতে রাজি হল, এরপরে অনেক সাধাসাধি করে সে ৬০০০ এ থাঞ্চি পর্যন্ত যেতে রাজি হলেও হটাত দেখি একটা চাদের গাড়ি, তাকে জিজ্ঞাসা করলাম যাবে নাকি সে বলল ৬০০০। সবাই লাফ দিয়ে উঠে পড়লাম। এখন কথা হল কয়জন চাদের গাড়িতে বসতে পারবে? পিছে ১২ জন, সামনে ২ জন চাপাচাপি করে বস্তে পারবে। আরো ৩ জন সেইফ্লি দাঁড়ায় যেতে পারবে। এর বেশি হলেও ঝুলে যেতে পারবে কিন্তু রিস্কি।
১২ টার দিকে রওনা দিলাম থাঞ্চির উদ্দেশে , ড্রাইভার মামা প্রায় উড়ায় নিয়ে ২-১৫ তে পোউছায় দিল থাঞ্চি। যাদের মোশন সিকনেস আসে তারা এভোমিন খেয়ে উঠবেন, কেননা মাথা ঘুড়ায়।
এইবার গাইড ঠিক করার পালা, নরমালি মাফাখুম পর্যন্ত ২ দিন ১০০০+৫০০=১৫০০ আর নাফাখুম যাওয়ার সময় আরেকজন গাইড ৫০০, মোট ২০০০ খরচ। আমরা বললাম, অমিয়াখুম সাতভাইখুম নাফাখুম কত নিবেন টোটাল বলেন? বলল ১০,০০০। আমরা তো এত দিবই না। এই নিয়ে অনেক হাউকাউ এরপরে ঠিক হল ৫,০০০ টাকা। তখনও জানতাম না যে কপালে কি শনি আছে।
নৌকাও ঠিক করে দিল গাইড। ১২ জন, ৩ নৌকা , ২৫০০ করে প্রতিটা। আর আসার সময় ২টা নৌকা ১০০০ করে। মানে আপ-ডাউন প্রতি নৌকা ৩৫০০ করে। আপ ডাউন একসাথে না নিলে আবার খরচ বেড়ে যাবে। এখন এইখানে কথা হল আমাদের ৩ নৌকার ২ টা অনেক বড় ছিল সেখানে ৬ জন করে আরামেই হয়ে যেত, ১ টা ছিল ছোট। কাজেই ১২ জনের গ্রুপ ২ নৌকাতেই হয়ে যেত। থাঞ্চি থেকে নৌকা করে রেমাক্রি, ২-৩০ ঘন্টা। এবং রিস্ক ফ্রি। পথে ভিউ অনেক সুন্দর। বড় পাথর, ছোট পাথর, দেবতা পাহাড় সব দেখে গেলাম থাঞ্চিতে। যেয়ে দেখি সন্ধ্যা দিদি সম্ভবত নাম, তার যে কটেজ তা ফাকা নাই। তো অন্য আরেকটা বাসায় উঠলাম থাকা প্রতিজন ১০০, আর রাতে ভরতা, ডাল, ভাত, ডিম ১০০। খাওয়া এক কথায় অমৃত ছিল। রাতে যদিও ইদুর বিড়াল গায়ের উপর দিয়ে দৌড়াদৌড়ী করছে। রাতে রেমাক্রিতে ছিলাম। ( কোন নেটয়ারক থাকে না , কোন সিমেরই)
পরদিন সকালে উঠে খেয়ে ( খাওয়া মাথাপিছু সেই ১০০ টাকাই ডিম দিয়ে খেলে , মুরগি দিয়ে খেলে ১৫০- সে সব জায়গাতেই ) রওনা দিলাম নাফাখুম দেখে, থুইসা পাড়ায় যাব। পিঠে ব্যাগ নিয়েই রওনা দিলাম আর একেকজনের ব্যাগের ওজন ১২-১৩ কেজি। সাথে পানি কিম্বা স্যালাইন ও নেই নি। তখনও বুঝিনি এত কাপড় এনে ভুল করলাম কি। নরমালি ১-৩০ ঘন্টা হাটা হয়া উচিত নাফাখুম রেমাক্রি থেকে, কিন্তু পথে রেস্ট, চা পানের বিরতি, সাথে তো ব্যাগের কারনে আমাদের ২-৩০ ঘন্টার মত লাগল।
যেয়ে ইচ্ছামত গোসল করে উঠে থুইসাপাড়ায় রওনা দেয়ার সময় দেখলাম যে বাজে বেলা ১২টা। গাইড মামাকে জিজ্ঞেস করলাম কতখন লাগবে বলে ২-৩০ ঘন্টা।
হাটছি তো হাটছি পথ আর শেষ হচ্ছে না, এর মাঝে সরূ ক্লিফ দিয়ে পাড় হয়ে, ব্যাগের ওজন, জঙ্গল দিয়ে পার হয়া, হাটু পানি দিয়ে হাটা এসব তো আছেই। যাদের ট্রেকিং এর অভ্যাস নাই, নাফাখুমের পরে খালি শখ আর ইচ্ছাশক্তি দিয়ে যাওয়ার চেস্টাই করবেন না। এই ভুল কোনভাবেই করবেন না। নাফাখুম পর্যন্ত ট্রেইল তো শিশু, এরপরে যা আছে তা পুলসিরাত। মামাকে জিজ্ঞেস করলে বলে ৩০ মিনিট, কিন্তু সেই ৩০ মিনিট আর শেষ হয় না। এর মাঝে খাড়া অনেক উচু পাহাড়ে থুইসা পাড়া, সেই পাড়ায় উঠতে আবার জীবন যায় বের হয়ে। যা বলে বুঝানো সম্ভব না, সাথে আছে আবার ব্যাগ। সুপার ফিট না হয়ে ভুলেও এই ট্রেইলে যাবেন না। শেষ মেশ প্রায় ৪-৩০ ঘন্টা হেটে আমরা পৌছাই থুইসাপাড়া, এখানে খালি চাইনিজ মোবাইল ফোন হলে রবির নেটয়ারক পাওয়া যায় নাইলে না। তুইসা পাড়ায় আমাদের ১২জনের থাকা এবং ৩ বেলা ভাত মুরগি খেয়ে খরচ পড়ল মোট ৭৬০০ টাকা।
পরেরদিন অমিয়াখুম, সাতভাইখুম যাব কি যাব না, চিন্তা করতে করতেই আরেকদল ঢুকল তারা বলল যে তাদের ৭ জন গ্রুপ গেছিল , ভোর ৬ টায় রওনা দিয়ে তারা ৪ জন সন্ধ্যা ৬ টায় ফিরেছে, ৩ জন রাস্তায় বসে আছে আর এনারজি নাই। ( তারা রাত ৯টায় এসেছিল )। তারা বলল ভাই এডভেঞ্চার ভাল লাগলে যান, নাইলে নাই। আর ফিট হইলে যান, নাইলে রেস্ট নেন। তারা আরো বলল দেবতা পাহাড় উঠা লাগে, তা কস্ট করে উঠা যায় ১ঘন্টা লাগায়, কিন্তু সেই পাহাড় থেকে নামতে নাকি খবর হয়ে যায় কেননা একদম খাড়া নিচে নেমে গেছে , পদে পদে বিপদ আর প্রান হাতে নিয়ে যাওয়া লাগে। এই কথা শুনেই আমরা সিদ্ধান্ত নেই যে আর যাব না, একেবারে পদ্মমুখ হয়ে থাঞ্চি ফিরে যাব পরেরদিন। কেননা ১২ জনের মধ্যে ৮ জনের অবস্থাই বেশি ভাল না।
পরেরদিন আমরা সকাল ৯টার দিকে পদ্ধমুখ থেকে যখন রওনা দেই তখন গাইড মামা বলে ৪-৩০ ঘন্টা রাস্তা দুইটা পাহার উঠে নামতে হবে। রাস্তা সোয়াম্পে ভড়া, ঝিরিপথ দিয়েও অনেক হাটতে হয়। ২টা পাহাড় অনেক কস্ট করে উঠে নামার পরে মামাকে জিজ্ঞেস করি আর পাহাড় আছে, সে বলে এইগুলা তো পাহার ছিল না, সামান্য ছিল, পাহাড় তো সামনে। সংখ্যা বলতে পারব না , কিন্তু এট লিস্ট ৫টা পাহাড় উঠে নামা লেগেছে পদ্মমুখ পৌঁছতে, মাঝে সোয়াম্পে সবাইকে কমসে কম ৪ টা করে জোক ধরেছে। আরেকগ্রুপের সাথে কথা হল তারা রাতে এই ট্রেইলে আসছে, তখন দূরে গুলির আওয়াজ পেয়েছে , এবং তাদের নাকি পাথর মারা হয়েছে। অনেকে বলল ও যে সন্ধ্যার পরে এই ট্রেইলে ডাকাতের উতপাত আছে। যাই হোক মামার ৪-৩০ ঘন্টার জায়গায় আমাদের ব্যাগ দিয়ে হাটা- রেস্ট মিলায় আমাদের প্রায় ৬-৩০ ঘন্টা থেকে ৭ ঘন্টা লেগেছিল ফিরে আসতে পদ্মমুখ । রাস্তার ভয়াবহতার কিছু ভিডিও আছে যা পরে আপ্লোড করব।
এসে ৩০ মিনিটের মধ্যে থাঞ্চি পৌছে একটা রেস্ট হাউজে উঠি ২ রুমের ভাড়া নেয় ২০০০ টাকা। আর রাতে বার বি কিউ করি। একটু খোজ নিলেই জানতে পারবেন যে বার বি কিউ এর সব ব্যাবস্থাই আছে থাঞ্চি তে।
পরেরদিন দুপুর ১২টায় একি চাদের গাড়ির মামা এসে আমাদের নিয়ে যায়, পথে নীল্গিরি, শৈলকুপা দেখি, দেখে নীলাচল রেস্তোরাতে খাই ( খাবার খুবই মজা, দাম ও মাথা প্রতি ২২০ ছাড়ানো কঠিন ) খেয়ে নীলাচল ঘুরে এসে মামাকে ৮০০০ টাকা দেই। এরপরে রাত ৯টার বাসে উঠে শ্যামলী ( সার্ভিস ও বাস দুইটাই ভাল, চালায় ও ভাল, ভোর ৬টায় টেকনিক্যালে নেমেছি আজকে ) তে করে ঢাকায় চলে আসি।
নাফাখুম পর্যন্ত যেতেই পারবেন ( ছবিতে নাফাখুম, আমারই তোলা )। কিন্তু এরপরে যেতে পারবেন নাকি বুঝে শুনে এরপরে যাবেন প্লিজ।
আর আমি? আমি আরো ফিট হয়ে এরপরে অমিয়াখুম-সাতভাইখুম নিয়ে চিন্তা করব।
আর আমাদের সবার মাথা পিছু যাওয়া আসার বাস ভাড়া থেকে শুরু করে টুকটাক চা খাওয়া, কলা খাওয়া, বার বি কিউ সহ ৬০০০ করে খরচ হয়েছে।