Friday 15 December 2017

সেন্টমার্টিন মেইন বিচ

১.যাওয়া
নন এসি বাসে টেকনাফ -৯০০টাকা (২দিন আগে টিকিট করুন । সৌদিয়া হলে ভালো হয় মোবাইল/পাওয়ার ব‍্যাংক চার্জ দিতে পারবেন ।)
সি ট্রাকে ওপেন ডেকে ৫৫০ টাকা আপ ডাউন । (৮/৯ দিন আগে টিকিট করবেন । শুক্রবার/শনিবার/বিশেষ দিন ডিসেম্বর অথবা জানুয়ারি শেষে যেতে গেলে ১০/১২ দিন আগে টিকিট করবেন । ঢাকা থেকে টিকিট না করেও যেতে পারেন। ভাগ্য ভালো হলে ভালো সি ট্রাক পাবেন না হলে যেগুলোতে ৪গুণ বেশি যাত্রী নেয় সেটায় স্টান্ডিং এ যাবেন । স্টান্ডিয়েও ৫৫০টাকা ভাড়া । )
২.থাকা
হোটেল ডাবল বেড প্রতি রাত প্রতি রুম ৮০০ টাকা (৪/৫/৮/৯/১০ এর জন্য , আমার ৪জন ছিলাম, ২রাতে ২০০+২০০=৪০০টাকা লেগেছে প্রতি জনের । ২/৩ দিন আগে বুকিং করলে রুম ভালো পাওয়া যায়। )
হোটেল স্বপ্ন প্রবাল -০১৭২৩০৮২০৪৮,০১৯১১৫৫২৪৫৬

৩.খাওয়া
ক. টেকনাফে নেমে -৮০ টাকা(পরটা, ভাজি , ডিম )
খ. সেন্ট মার্টিন নেমে দুপুরে -১২০ টাকা( ভাত , ভর্তা, মাছ ভাজি , ডাল)
গ.সেন্ট মার্টিনে রাতে - ১৪০টাকা ( ভাত , ভর্তা, মাছ ভুনা , ডাল)
ঘ.সেন্ট মার্টিনে নাস্তা - ৮০টাকা (পরটা, ভাজি , ডিম , চা ) /(খিচুড়িও খেতে পারেন দাম একই)
ঙ. ছেড়া দ্বীপে দুপুরে - ১৩০ টাকা(ভাত , আলু ভর্তা,মাছ ভর্তা , ডাল । অসাধারণ পরিবেশ ছিল ।)
চ. সেন্ট মার্টিনে রাতে - ২৫০ টাকা (বারবিকিউ কেজি ৭০০ টাকা কেজি , আমারা ৪জন ছিলাম । ৪টা ছোট কোরাল মাছ নিয়েছিলাম । ১৩০০গ্ৰাম ছিল ৯০০ টাকা লেগেছিল । আর ১০০টাকা দিয়ে ৪জনের ভাত,ডাল,ভর্তা নিয়েছিলাম । এইভাবে ১০০০ টাকা লেগেছিল ৪ জনের । )
ছ. সেন্ট মার্টিনে নাস্তা - ৮০ টাকা(পরটা, ভাজি , ডিম , চা )
জ. সেন্ট মার্টিন দুপুরে -২০০টাকা ( ভাত , ভর্তা, মাছ ভুনা , ডাল । একদম ঘাট থেকে খেয়েছিলাম । বাজেটে খেতে গেলে ঘাট থেকে খাবেন না ।)
ঝ. যাওয়া আসার সময় বাসে ১৫০-১৮০ টাকার মত খাওয়ার পিছনে খরচ হয়েছে । তাও ভাল কিছু খেতে পারিনি । ভালো হয় যাওয়া আসার সময় ৫০+৫০=১০০ টাকার স্ন্যাকস কিনে রাখুন ।
হাসান রেস্তোরাঁয় খেতে পারেন । আমার বেশ ভালো
সেবা পেয়েছি তাদের কাছ থেকে ।

৪. আসার খরচ -৯০০ টাকা বাস । (ভালো হয় টেকনাফে নেমেই টিকিট করে রাখবেন । তাহলে ভালো বাস পাবেন ।)
৫. অন‍্য খরচ -
ক. সাইকেলিং -৫০( ১ ঘণ্টা) টাকা
খ. বিভিন্ন সময়ে ডাব খাওয়ার জন্য -২০০ টাকা
গ. ছেড়া দ্বীপে হেটেই গিয়েছিলাম । রাস্তায় ৫০ টাকার নাস্তা । আসার সময় জোয়ারের পানি চলে আসায় ২০ টাকা নৌকা । আর ২০ টাকা ভ‍্যান ।
ঘ. ফ্লাক্সিলোড - ১৫০ টাকা ।
ঙ. একজন বেশ ভালো গাইড পায়ে ছিলাম । তার ১বেলা খাবার এবং ১০০ টাকা । ১৫০ টাকার মত হবে প্রতি জনের । গাইড খুবই ভালো । সে এক টাকাও নিতে চায়নি এমনকি খাওয়ার টাকাও নিতে চায় নি। তাও আমারা ৫০০ টাকা দিয়ে আসছি এবং এক বেলা খাবারের টাকা দিয়েছি ‌। কেননা আমাদের বেশ সহোযগিতা করেছে । যাতে আমাদের কষ্ট
এবং টাকা সাশ্রয় হয়েছে ।
চ. ক‍্যাম্প ফায়ার করেছিলাম । তখন লাকড়ি ও কেরোসিনের জন্য ৫০ টাকা লেগেছিল প্রতি জনের ।
মোট খরচ - ৪৫০০ টাকা
বাস- ১৮০০ টাকা
সি-ট্রাক- ৫৫০ টাকা
হোটেল - ৪০০(২রাত) টাকা
খাওয়া- ১১৫০ টাকা
অন‍্যান‍্য -৬০০ টাকা
সেন্টমার্টিনে আমারা প্রচুর আবর্জনা পড়ে থাকতে দেখেছি যেটি আমাদের কাম্য নয় ।
দুঃখের বিষয় হচ্ছে এই আবর্জনা গুলো ফেলারও যথেষ্ট কোনো উপযুক্ত স্থান আমারা পাই নি । আশা করি সংশ্লিষ্ট মহল ব‍্যাবস্থা নিবেন। আর যারা ভ্রমণে যাচ্ছেন তারাও সতর্ক থাকবেন ।